❑ শুনো, মায়াবতী— আমার প্রেমে পড়ার বয়স ছিল না, শুধু তোমার এক জোড়া চোখের দিকে তাকিয়ে অপরাধ করেছিলাম! সে অপরাধের শাস্তি হলো— এক জীবনের অপেক্ষা, এক পৃথিবীর দূরত্ব, আর এক নামহীন অন্ধকার, যেখানে তুমি নেই, শুধু তোমার ছায়া রয়ে গেছে! "জানতাম কি?" তোমার চোখে ডুবে যাওয়াটা এত বড় পাপ হবে? তুমি কি বোঝোনি, আমার হৃদয়টাকে বন্দী করার দায় তোমারও কিছুটা ছিল? ভুলতে চেয়েছিলাম, কিন্তু স্মৃতিরা পথ আগলে দাঁড়ায়— সেই প্রথম দেখা, সেই শেষ বিদায়, সেই অপূর্ণ কথারা আজও বাতাসে ঝুলে আছে, কোনো এক দুর্বোধ্য ভাষায় আমাকে ডাকে। মায়াবতী, তুমি তো চলে গেছো— তাহলে আমার অপরাধের ক্ষমা মিলবে কবে? নাকি আজীবন এই শাস্তিই বয়ে বেড়াতে হবে, এক নিষ্পাপ অপরাধীর মতো? ─────────────── | লেখায় - মোঃ সোহান | #দন্ত্যস | ৫'ই ফেব্রুয়ারী |২৫ ইং|৭৬৯| ───────────────
❑ আমার জীবনে কোনো ব্যস্ততা নেই, আর থাকলেও তা কেবল তোমায় মনে করার অবাধ্যতায় বিলীন হয়ে যায়। কতটা বেপরোয়া হয়ে প্রতিটি মুহূর্তে তোমার স্মৃতি আঁকড়ে ধরি, তা —কেবল আমি জানি। তোমার অবহেলার প্রতিটি কাঁটা আমার হৃদয়ের গভীরে রক্তাক্ত রেখা টেনে দিয়েছে, তবু আমি সেগুলো সযত্নে লালন করি। জানি, এগুলো আমাকে ধ্বংস করছে, তবুও যেন এক অদ্ভুত তৃপ্তি খুঁজে পাই সেই ক্ষতগুলোর ভেতরে। তুমি চলে গেছো, কিন্তু তোমার ছায়া আমার ভেতর প্রতিদিন বেঁচে থাকে। আমি জানি, এগুলো নিছক স্মৃতি, কিন্তু সেই স্মৃতিগুলো'ই আমার ধ্রুবতারা, যা অন্ধকারে পথ দেখায়। আমি মুক্তি চাই না, চাইলেও পারি না। তোমার প্রতিচ্ছবি হয়ে ওঠে আমার নিঃশ্বাসের অংশ। তুমি দূরে সুখে থাকো। আমি তোমার কাছাকাছি না থেকেও তোমায় মনে করার অপরাধে নিমগ্ন থাকি। এটাই হয়তো আমার একমাত্র সত্য। ─────────────── | কথায় - ভিলেন | #দন্ত্যস | ১৮'ই ডিসেম্বর | ২০২২-২৪ | ───────────────