তারপর—
তারপর হৃদয়ের দরজা যেন চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল।যে স্পর্শ একদিন আলোর মতো ঝলমলে ছিল,
তা এখন শুধুই স্মৃতির ক্ষীণ ছায়া।
তারপর আর কাউকে ভালো লাগেনি,
মনে হয়, যেন ভালোবাসার সমস্ত রং
সেই এক মুহূর্তে'ই ফুরিয়ে গেছে।
বাঁকি যা আছে, তা কেবল ধূসর স্মৃতি,
আর একটি নিঃসঙ্গ অপেক্ষা।
তবু জীবন তো থেমে থাকে না,
চলতে হয়, সামনে তাকাতে হয়।
কিন্তু সেই "ভালো লাগা" যেন এক সুর,
যা আর ফিরে আসে না, কেবল প্রতিধ্বনি হয়ে বাজে।
—কথায়;(ভিলেন)
—২২শে নভেম্বর ২২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন