❑ তারপর সেই যে কথা বলা বন্ধ হলো,
আর কখনো আমাদের শব্দের প্রয়োজন'ই পড়েনি।
শব্দগুলো যেন ক্লান্ত হয়ে গিয়েছিল,
অভিমানের ভাষাও ততদিনে থেমে গেছে।
এক সময় আমরা কথা বলতাম ঘণ্টার পর ঘণ্টা,
ছোট্ট দেরিতে অভিমান জমতো আকাশের মতো।
প্রত্যেকটা বাক্য ছিলো আমাদের হৃদয়ের এক টুকরো,
প্রতিটি শব্দে ছিলো ভালোবাসার ছোঁয়া।
কিন্তু আজ?
আমরা একে অপরের কাছে বোবা হয়ে গেছি।
না কোনো প্রশ্ন, না কোনো উত্তর,
শুধু নীরবতা, যেন এক অস্পষ্ট দেওয়াল।
কখন থেমে গেল এই প্রবাহ?
কেন এই নীরবতা শিকড় গেড়েছে আমাদের মাঝে?
হয়তো সময়, হয়তো দূরত্ব,কাছের মানুষ,
অথবা আমরা নিজেরা'ই।
তবু এই নীরবতায় এক অদ্ভুত সত্য লুকিয়ে আছে—
শব্দহীনতাও ভালোবাসার এক রূপ,
যেখানে দূরত্ব বাড়ে, কিন্তু স্মৃতির রেশ বেঁচে থাকে।
—কথায়; (ভিলেন)
—২৪শে নভেম্বর ২২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন