❑ —নিধি, বলো তো, কেন?
কোন অপরাধে এ এষণা, এ অবজ্ঞা?
আমি কি তবে এতটা'ই নগণ্য, এতটা'ই দোষী?
ভালোবাসা দিতে গিয়ে'ই কি করলাম ভুল?
তোমার চোখের পাতা যতবার পড়েছে আমার দিকে,
আমার হৃদয় ততবার ভেঙেছে নতুন এক ছন্দে।
তবু তুমি আমাকে 'ভিলেন' আখ্যা দিলে—
শুধু এ কারণে যে আমি তোমায় চেয়েছিলাম।
তোমার হাসির আড়ালে যে বিষাদ লুকিয়ে ছিল,
আমি কি তার সারথি হতে চেয়েছিলাম বলে'ই?
তোমার চোখে যে এক বুক ঝড়,
আমি কি তার বৃষ্টি হয়ে ঝরতে চেয়েছিলাম বলে'ই?
তোমার নীরবতাকে ভাষা দিতে গিয়ে
তোমার পাথর হৃদয়ে ছোঁয়া দিয়েছিলাম ভুলে।
তুমি কি জানো, নিধি?
তোমার অভিমানের প্রতিটি শব্দে আমার হৃদয় রক্তাক্ত হয়েছে বারবার। তোমার প্রত্যাখ্যানের প্রতিটি শীতল দৃষ্টিতে আমার স্বপ্নগুলো ঝরে পড়েছে অ'কালে।
—তবু আমি থেমে যাইনি,
তোমার নাম ধরে ডেকেছি প্রতিটি রাতের নিঃশব্দে।
তোমার স্মৃতিকে আঁকড়ে ধরে
তোমার ছায়াকে মায়া ভেবে ভেবেছি দিনের পর দিন।
কিন্তু তুমি চুপ, সব সময় চুপ।
তোমার সেই চুপ থেকে'ই শিখেছি,
প্রত্যাখ্যানের বেদনায়ও ভালোবাসার গান লেখা যায়।
তোমার নীরবতা আমাকে শিখিয়েছে,
ভালোবাসা একতরফা হলেও তার সৌন্দর্য ম্লান হয় না।
তুমি আমায় ভেঙে দিয়েছ, —নিধি,
তবু আমি ধ্বংসস্তূপের মাঝে খুঁজে নিয়েছি
তোমার জন্য লেখা এক চিরন্তন কবিতা।
—কথায়; (ভিলেন)
—২১'শে নভেম্বর **
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন