❑ মানুষ আমি একজনই!
তবু ব্যক্তি ভেদে চরিত্রের রঙ পাল্টে যায়।
কারো কাছে আমি গম্ভীরতার প্রতিমূর্তি,
কারো কাছে বদমেজাজি, কঠিন আর কঠোর।
আবার কেউ আমাকে দেখে হাসির উৎস,
কেউ ভাবে আমি রোমান্টিক, কেয়ারিং, বুদ্ধিমান।
কেউ ভাবে আমি অসম্ভবকে সম্ভব করতে পারি,
আবার কারো চোখে আমি একেবারে অক্ষম।
কেউ মনে করে আমি ভাবুক, পরোপকারী,
আবার কারো কাছে আমি খরুচে আর জঘন্য।
একজনের কাছে ভদ্র, অন্যজনের কাছে দুর্বোধ্য।
তবু মানুষ তো আমি একটাই।
তোমার চোখে যেমনটা দেখেছো,
তেমনটাই আমি হতে পারি শুধু তোমার জন্য।
তুমি আমার কাছে যতটুকু আদায় করে নিয়েছো,
ঠিক ততোটুকুই তুমি পাবে।
এর বেশি না,
এর কমও না।
কারণ, সম্পর্কের মাপকাঠি
তোমার আর আমার
অন্তরের গভীরতাই ঠিক করে।
তাই মানুষ আমি একটাই,
তবে তোমার দৃষ্টিতে আমি ঠিক যে রঙ,
সেই রঙেই আমি ফুটে উঠি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন