সব কথা ফুরিয়ে গেলে,
নিস্তব্ধ রাতের আঁধারে আমি ব্যথাদের উড়িয়ে দেব,
হাওয়ার মতো মুক্তি দেবো তাদের,
যারা আমাকে প্রতিটি নিঃশ্বাসে জ্বালিয়েছে।
আমি আর করবো না হৃদয়ের সাথে নির্মম অবিচার,
যে হৃদয় ভাঙা তবু বেঁচে থাকার গান গায়,
তাকে আর কাঁটার মুকুট পরাবো না।
জীবনের প্রতি প্রতিশ্রুতি নতুন করে রচনা করবো।
যে অশ্রু ঝরেছে, তা ফিরে আসবে না আর,
যে ক্ষত হয়েছে, তা মিলিয়ে যাবে সময়ের ছোঁয়ায়।
শুধু আমি থাকব—নিঃশব্দ, অটুট,
এক নতুন ভোরের অপেক্ষায়।
—কথায়; (ভিলেন)
—২২শে নভেম্বর **
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন