যখন নীরবতার ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে বেদনার কাব্য।চোখের কোণে জমে থাকা অজস্র নোনাজল,
আকাশের তারা হয়ে ঝরে পড়ে মনখারাপের পাতা জুড়ে।
যখন ঘুম আসে না, তখন মনে জাগে প্রশ্নের মেলা,
কিছু উত্তরহীন, কিছু তীব্র, কিছু দগ্ধ।
প্রশ্নগুলো যেন মনের গহীনে কুঠার চালায়,
যেন তারা ছায়ার মতো লেপ্টে থাকে,
আরেকটি রাতকে আরও ভারী করে তোলে।
জিজ্ঞাসা আসে—কেন এমন হলো?
কেন সম্পর্কগুলো ফিকে হয়ে যায়?
কেন প্রতিশ্রুতিরা হারিয়ে যায় কুয়াশার মতো?
আর এই প্রশ্নের ভারে,তীব্র নীরবতা চিৎকার হয়ে ওঠে।
মানুষ হয়তো দেখে শুধু ক্লান্ত চোখ,
কিন্তু বোঝে না ভিতরের সেই অব্যক্ত কাহিনী।
জানি, কেউই বুঝবে না—
নির্ঘুম রাতের জ্বালা তো একান্ত নিজের।
কথায়- (ভিলেন)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন