❑ আমার জীবনে কোনো ব্যস্ততা নেই, আর থাকলেও তা কেবল তোমায় মনে করার অবাধ্যতায় বিলীন হয়ে যায়। কতটা বেপরোয়া হয়ে প্রতিটি মুহূর্তে তোমার স্মৃতি আঁকড়ে ধরি, তা —কেবল আমি জানি। তোমার অবহেলার প্রতিটি কাঁটা আমার হৃদয়ের গভীরে রক্তাক্ত রেখা টেনে দিয়েছে, তবু আমি সেগুলো সযত্নে লালন করি। জানি, এগুলো আমাকে ধ্বংস করছে, তবুও যেন এক অদ্ভুত তৃপ্তি খুঁজে পাই সেই ক্ষতগুলোর ভেতরে। তুমি চলে গেছো, কিন্তু তোমার ছায়া আমার ভেতর প্রতিদিন বেঁচে থাকে। আমি জানি, এগুলো নিছক স্মৃতি, কিন্তু সেই স্মৃতিগুলো'ই আমার ধ্রুবতারা, যা অন্ধকারে পথ দেখায়। আমি মুক্তি চাই না, চাইলেও পারি না। তোমার প্রতিচ্ছবি হয়ে ওঠে আমার নিঃশ্বাসের অংশ। তুমি দূরে সুখে থাকো। আমি তোমার কাছাকাছি না থেকেও তোমায় মনে করার অপরাধে নিমগ্ন থাকি। এটাই হয়তো আমার একমাত্র সত্য। ─────────────── | কথায় - ভিলেন | #দন্ত্যস | ১৮'ই ডিসেম্বর | ২০২২-২৪ | ───────────────
আমার লেখার মধ্যে থাকে সাধারণ জীবনের সরল গল্প, অনুভূতির সূক্ষ্মতা, এবং হৃদয়ের কথামালা। আমি বড় হতে চাই না, কারণ ক্ষুদ্র থাকার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে—সেখানে অহংকারের কোনো স্থান নেই। ছোট ছোট শব্দের ভেতর দিয়ে আমি ছুঁতে চাই জীবনের গভীরতা। আমার লেখার উদ্দেশ্য পাঠকের মনে ক্ষণিকের জন্য হলেও এক ঝলক চিন্তার আলো এনে দেওয়া।