সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অবাধ্য মন তোমায় নিয়ে ব্যস্ত

 ❑ আমার জীবনে কোনো ব্যস্ততা নেই, আর থাকলেও তা কেবল তোমায় মনে করার অবাধ্যতায় বিলীন হয়ে যায়। কতটা বেপরোয়া হয়ে প্রতিটি মুহূর্তে তোমার স্মৃতি আঁকড়ে ধরি, তা —কেবল আমি জানি। তোমার অবহেলার প্রতিটি কাঁটা আমার হৃদয়ের গভীরে রক্তাক্ত রেখা টেনে দিয়েছে, তবু আমি সেগুলো সযত্নে লালন করি। জানি, এগুলো আমাকে ধ্বংস করছে, তবুও যেন এক অদ্ভুত তৃপ্তি খুঁজে পাই সেই ক্ষতগুলোর ভেতরে। তুমি চলে গেছো, কিন্তু তোমার ছায়া আমার ভেতর প্রতিদিন বেঁচে থাকে। আমি জানি, এগুলো নিছক স্মৃতি, কিন্তু সেই স্মৃতিগুলো'ই আমার ধ্রুবতারা, যা অন্ধকারে পথ দেখায়। আমি মুক্তি চাই না, চাইলেও পারি না। তোমার প্রতিচ্ছবি হয়ে ওঠে আমার নিঃশ্বাসের অংশ। তুমি দূরে সুখে থাকো। আমি তোমার কাছাকাছি না থেকেও তোমায় মনে করার অপরাধে নিমগ্ন থাকি। এটাই হয়তো আমার একমাত্র সত্য। ─────────────── | কথায় - ভিলেন | #দন্ত্যস | ১৮'ই ডিসেম্বর | ২০২২-২৪ | ───────────────

ব্যক্তি ভেদে চরিত্রের রঙ পাল্টে যায়

❑ মানুষ আমি একজনই! তবু ব্যক্তি ভেদে চরিত্রের রঙ পাল্টে যায়। কারো কাছে আমি গম্ভীরতার প্রতিমূর্তি, কারো কাছে বদমেজাজি, কঠিন আর কঠোর। আবার কেউ আমাকে দেখে হাসির উৎস, কেউ ভাবে আমি রোমান্টিক, কেয়ারিং, বুদ্ধিমান। কেউ ভাবে আমি অসম্ভবকে সম্ভব করতে পারি, আবার কারো চোখে আমি একেবারে অক্ষম। কেউ মনে করে আমি ভাবুক, পরোপকারী, আবার কারো কাছে আমি খরুচে আর জঘন্য। একজনের কাছে ভদ্র, অন্যজনের কাছে দুর্বোধ্য। তবু মানুষ তো আমি একটাই। তোমার চোখে যেমনটা দেখেছো, তেমনটাই আমি হতে পারি শুধু তোমার জন্য। তুমি আমার কাছে যতটুকু আদায় করে নিয়েছো, ঠিক ততোটুকুই তুমি পাবে। এর বেশি না, এর কমও না। কারণ, সম্পর্কের মাপকাঠি তোমার আর আমার অন্তরের গভীরতাই ঠিক করে। তাই মানুষ আমি একটাই, তবে তোমার দৃষ্টিতে আমি ঠিক যে রঙ, সেই রঙেই আমি ফুটে উঠি।